পরিচ্ছেদঃ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ৫৭
সিলসিলা সহিহাহাদিস নম্বর ৫৭
সাহল ইবনু সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আল্লাহ তাআলা দয়ালু। দয়ালু ও উন্নত চরিত্রবান ব্যক্তিকে তিনি ভালবাসেন আর অনর্থক উক্তিকারীকে (বাচালকে) অপছন্দ করেন। (আস-সহীহাহ- ১৩৭৮)হাদীসটি সহীহ।
হাকিম- ১/৪৮; আবু নাঈম তার ‘আল-হিলইয়াহ’ ৩/২৫৫; ৮/১৩৩; ‘আস-সালাফী তার মুজামুস সফর’ ১৮/১; হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন।অতঃপর শাইখ আলাবানী (রহঃ) হাদীসটির বিভিন্ন সনদের বিশ্লেষণ শেষে বলেন “বিভিন্ন ইমামদের এই সমস্ত বক্তব্য দ্বারা বুঝা যায়, হাদীছটি যঈফুন জিদ্দান। যাকে কোন সাক্ষ্যমূলক হাদীস দ্বারা সংশোধন করা যায় না। সুতরাং পরবর্তী কথার উপরই নির্ভর করতে হবে।”শাইখ আলবানী (রহঃ) তার ‘সহীহ জামেউস সগীরে’-ও (হাদীস নং ১৮০১) হাদীসটিকে সহীহ বলেছেন।