পরিচ্ছেদঃ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সিলসিলা সহিহা : ১৬
সিলসিলা সহিহাহাদিস নম্বর ১৬
আলী ইবনু হুসাইন হতে বর্ণিতঃ
আলী ইবনু হুসাইন থেকে মারফূ (মুরসাল) সানাদে বর্ণিত। যখন তোমাদের কেউ তার ভাইকে আল্লাহ্র জন্য ভালবাসে তখন সে যেন তাকে বলে দেয় (অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার ভালবাসার বিষয় তাকে জানাতে হবে।) কারণ তা হৃদ্যতার জন্য উত্তম এবং বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য উপযোগী। (আস্-সহীহাহ- ১১৯৯)হাদীসটি মুরসাল।
ওয়াকী’ তাঁর ‘কিতাবুয্ যুহ্দে’ ২/৬৭/২ সহীহ্ সানাদে আলী বিন হুসাইন থেকে মারফূ সূত্রে। আলবানী বলেনঃ আলী বিন হুসাইন বিন আলী (রাঃ) সম্মানিত ছিক্বাহ বর্ণনাকারী এবং সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমের রাবী। মূলত হাদীসটি মুরসাল সহীহ্ সানাদে বর্ণিত। এর সাক্ষ্য হিসেবে মুজাহিদের মুরসাল বর্ণনা আছে ইবনু আবীদ দুনিয়ার ‘কিতাবুল ইখওয়ানে’ যেভাবে ‘ফাতহুল কাবীরে’ ১/৬৭ বর্ণিত হয়েছে। এর সাক্ষ্যমূলক হাদীসও রয়েছে।