১২. অধ্যায়ঃ
মানুষ ধ্বংস হয়ে গেছে বলা নিষেধ
সহিহ হাদিসে কুদসি : ২০
সহিহ হাদিসে কুদসিহাদিস নম্বর ২০
عَنْ أَبِي هُرَيْرَةَ -رضي الله عنه- قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «إِذَا سَمِعْتُمْ رَجُلاً يَقُولُ: هَلَكَ النَّاسُ، فَهُوَ أَهْلَكُهُمْ، يَقُولُ اللَّهُ: إِنَّهُ هُوَ هَالِكٌ». (حم) حسن
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “যখন তোমরা কোন ব্যক্তিকে বলতে শোনঃ মানুষ ধ্বংস হয়ে গেছে, তাহলে সেই অধিক ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ তা‘আলা বলেনঃ নিশ্চয় সে ধ্বংসপ্রাপ্ত”। [আহমদ]