১০. অধ্যায়ঃ
আল্লাহর রহমতের প্রশস্ততা
সহিহ হাদিসে কুদসি : ১৬
সহিহ হাদিসে কুদসিহাদিস নম্বর ১৬
عَنْ أَبِي هُرَيْرَةَ -رضي الله عنه- عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم : قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: « سَبَقَتْ رَحْمَتِي غَضَبِي ». ( م ) صحيح.
আবু হুরায়রা (রাঃ ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা‘আলা বলেনঃ “আমার রহমত আমার গোস্বাকে অতিক্রম করেছে”। [মুসলিম]