পরিচ্ছেদ - ১৫৭
জানাযার নামাযে যে সব দুয়া পড়া হয়
রিয়াদুস সলেহিন : ৯৪৪
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৯৪৪
وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: « إِذَا صَلَّيْتُمْ عَلَى المَيِّتِ، فَأَخْلِصُوا لَهُ الدُّعاء ». رواه أَبُو داود
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম)কে বলতে শুনেছি, ‘‘যখন তোমরা মৃতের জানাযা পড়বে, তখন তার জন্য আন্তরিকতার সাথে দুআ করো।’’
(আবূ দাঊদ ৩১৯৯, ইবনু মাজাহ ১৪৯৭)