পরিচ্ছেদ - ১৪৩
সাক্ষাৎকালীন আদব
রিয়াদুস সলেহিন : ৮৯০
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৮৯০
عَن أَبي الخَطَّابِ قَتَادَةَ، قَالَ: قُلْتُ ِلأَنَسٍ: أكَانَتِ المُصَافَحَةُ فِي أصْحَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ؟ قَالَ: نَعَمْ . رواه البخاري
আবূল খাত্ত্বাব ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে কি মুসাফাহা (করমর্দন) করার প্রথা ছিল?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’
(সহীহুল বুখারী ৬২৬৩, তিরমিযী ২৭২৯)