পরিচ্ছেদ - ১৩৫
নিজ গৃহে প্রবেশ করার সময় সালাম দেওয়া উত্তম
রিয়াদুস সলেহিন : ৮৬৬
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৮৬৬
وَعَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: يَا بُنَيَّ، إِذَا دَخَلْتَ عَلَى أهْلِكَ، فَسَلِّمْ، يَكُنْ بَرَكَةً عَلَيْكَ، وَعَلَى أهْلِ بَيْتِكَ . رواه الترمذي، وقال: حديث حسن صحيح
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একদা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘হে বৎস! তোমার বাড়িতে যখন তুমি প্রবেশ করবে, তখন সালাম দাও, তাহলে তোমার ও তোমার পরিবারের জন্য তা বরকতময় হবে।’’
(তিরমিযী ২৬৯৮)