পরিচ্ছেদ - ৩৫২
অপ্রবহমান বন্ধ পানিতে পেশাব ইত্যাদি করা নিষেধ
রিয়াদুস সলেহিন : ১৭৮১
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৭৮১
عَنْ جَابِرٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُبَالَ فِي المَاءِ الرَّاكِدِ . رواه مسلم
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন।
(মুসলিম ২৮১, নাসায়ী ৩৫ ইবনু মাজাহ ৩৪৩, আহমাদ ১৪২৫৮, ১৪৩৬৩)