পরিচ্ছেদ - ৩৪৯
মনিবের ঘর ছেড়ে ক্রীতদাসের পলায়ন নিষিদ্ধ
রিয়াদুস সলেহিন : ১৭৭৮
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৭৭৮
وَعَنْهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم : إِذَا أَبَقَ العَبْدُ، لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ». رواه مسلم، وفي روايةٍ: فَقَدْ كَفَرَ
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যখন কোন গোলাম পলায়ন করবে, তখন তার নামায কবুল হবে না।’’
(মুসলিম ৬৮-৭০, ৪০৪৯-৪০৫৬, আবূ দাউদ ৪৩৬০, আহমাদ ১৮৬৭৪, ১৮৭২৭, ১৮৭৪০, ১৮৭৫৪) অন্য বর্ণনা মতে, ‘‘সে কুফরী করবে।’’