পরিচ্ছেদ - ২৬০
মিথ্যা বলা হারাম
রিয়াদুস সলেহিন : ১৫৫৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৫৫৩
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «أَفْرَى الفِرَى أَنْ يُرِيَ الرَّجُلُ عَيْنَيْهِ مَا لَمْ تَرَيَا» . رواه البخاري
ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা হল, মানুষ আপন চক্ষুকে এমন কিছু দেখায়, যা সে দেখেনি।’’ (অর্থাৎ, সে যা দেখেনি সে সম্পর্কে মিথ্যা ক‘রে বলে, ‘আমি দেখেছি।’)
(সহীহুল বুখারী ৭০৪৩, আহমাদ ৫৬৭৮, ৫৯৬২)