পরিচ্ছেদ - ১৯৯
যোহরের সুন্নত
রিয়াদুস সলেহিন : ১১২৫
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১১২৫
وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ النَّبيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَربَعاً قَبلَ الظُّهْرِ، صَلاَّهُنَّ بَعْدَهَا . رَوَاهُ التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন যোহরের পূর্বে চার রাক‘আত সুন্নত পড়তে সুযোগ পেতেন না, তখন তার পরে তা পড়ে নিতেন ।
(তিরমিযী ৪২৬, ইবনু মাজাহ ১১৫৮)