পরিচ্ছেদঃ
রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিসসমূহ
রমজানের দুর্বল হাদিস : ৩৪
রমজানের দুর্বল হাদিসহাদিস নম্বর ৩৪
سيد الشهور شهر رمضان وأعظمها حرمة ذو الحجة .
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
“সকল মাসের সরদার হচ্ছে রমযান, সব চেয়ে বেশী সম্মানিত হচ্ছে জিলহজ্জ।” বাযযার ও দায়লামি। হাদিসটি সঠিক নয়।