পরিচ্ছেদঃ
রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিসসমূহ
রমজানের দুর্বল হাদিস : ২৯
রমজানের দুর্বল হাদিসহাদিস নম্বর ২৯
خصاء أمتي الصيام .
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
“আমার উম্মতের নপুংসকতা হচ্ছে সওম।”আলবানি “মিশকাতুল মাসাবিহ”: (১/২২৫), গ্রন্থে বলেন: এর সনদ জানতে পারিনি, কিন্তু শায়খ ক্বারি: (১/৪৬১), মিরাক থেকে বলেন, এতে সমস্যা রয়েছে।