পরিচ্ছেদঃ
রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিসসমূহ
রমজানের দুর্বল হাদিস : ২৭
রমজানের দুর্বল হাদিসহাদিস নম্বর ২৭
تحفة الصائم الدهن والمجمر .
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
“সওম পালনকারীর হাদিয়া হচ্ছে তৈল ও ধূপদানি।”তিরমিযি: (৮০১), তিনি হাদিসটি দুর্বল বলেছেন, এ সনদে বিদ্যমান সাদ ইব্ন তারিফ দুর্বল।