পরিচ্ছেদঃ
রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিসসমূহ
রমজানের দুর্বল হাদিস : ২৬
রমজানের দুর্বল হাদিসহাদিস নম্বর ২৬
ثلاثة لا يفطرن الصائم : الحجامة والقيء والاحتلام .
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
“তিনটি বস্তুর কারণে সওম পালনকারী সওম ভঙ্গ হবে না তা হল শিঙা, বমি ও স্বপ্ন দোষ।”তিরমিযি: (৭১৯), তিনি হাদিসটি দুর্বল বলেছেন। মাসআলা: স্বপ্ন দোষের কারণে সওম ভঙ্গ হবে না।