পরিচ্ছেদঃ
উবায়দা (রাঃ) থেকে বর্ণিত হাদীস
সুনানে আন-নাসায়ী : ৫১৮৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৮৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: أَنْبَأَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ قَالَ: «نَهَى عَنْ مَيَاثِرِ الْأُرْجُوَانِ، وَلُبْسِ الْقَسِّيِّ، وَخَاتَمِ الذَّهَبِ»...[حكم الألباني] صحيح موقوف والأصح الرفع
উবায়দা (রহঃ) আলী (রাঃ) থেকে হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লাল রেশমী গদী ও রেশমী কাপড় পরিধান করতে এবং সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।