পরিচ্ছেদ
সর্বদা সাওম (রোযা) পালন থেকে নিষেধ করা এ বিষয়ে মুতাররিফ ইব্ন আব্দুল্লাহ্ থেকে বর্ণনায় রাবীদের ইখতিলাফ
সুনানে আন-নাসায়ী : ২৩৭৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৩৭৯
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَنْبَأَنَا إِسْمَعِيلُ، عَنْ الْجُرَيْرِيِّ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَخِيهِ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فُلَانًا لَا يُفْطِرُ نَهَارًا الدَّهْرَ، قَالَ: «لَا صَامَ وَلَا أَفْطَرَ»
ইমরান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একদা রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করা হলঃ ইয়া রাসুলল্লাহ্! অমুক ব্যক্তি সারা বছর দিনে খায় না (সাওম (রোযা) পালন করে)। রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তার সাওম (রোযা) পালন এবং তার ইফতার গ্রহণযোগ্য হবে না।