পরিচ্ছেদ
এ প্রসঙ্গে হাফসা (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের মধ্যে বর্ণনা পার্থক্যের উল্লেখ
সুনানে আন-নাসায়ী : ২৩৪৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৩৪৩
قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: «لَا يَصُومُ إِلَّا مَنْ أَجْمَعَ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ»---[حكم الألباني] صحيح موقوف
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলতেন, যে ব্যক্তি ফজরের পূর্বে রাত্রেই সাওমের (রোযার) নিয়্যত না করে তার সাওম (রোযা) পালন হবে না।