পরিচ্ছেদ
মৃত ব্যক্তিকে সাতবারের অধিক গোসল দেওয়াঃ
সুনানে আন-নাসায়ী : ১৮৮৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৮৮৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ: «ثَلَاثًا أَوْ خَمْسًا، أَوْ سَبْعًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ إِنْ رَأَيْتُنَّ ذَلِكِ»
উম্মে আতিয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ
হ্যাঁ; এতটুকু পার্থক্য যে, তিনি বলেছেন তিনবার, পাচবার, সাতবার বা ততোধিক, যদি তোমরা ভাল মনে কর।