পরিচ্ছেদঃ
পায়খানা-পেশাবের শিষ্টাচার
মিশকাতে জয়িফ হাদিস : ৮২
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৮২
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) যখন পায়খানায় যেতেন, তখন তাঁর আংটিটি খুলে রাখতেন।তাহক্বীক্ব : হাদীছটি মুনকার হিসেবে যঈফ।
আবুদাঊদ হা/১৯; তিরমিযী হা/১৭৪৬; নাসাঈ হা/৫২১৩; মিশকাত হা/৩৪৩; বঙ্গানুবাদ মিশকাত হা/৩১৬, ২/৬২ পৃঃ।