পরিচ্ছেদঃ
যে যে কারনে ওযু ওয়াজিব হয়
মিশকাতে জয়িফ হাদিস : ৮০
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৮০
ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিতঃ
ওমর (রাঃ) বলেন, চুম্বন স্পর্শের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা চুম্বন দিয়ে ওযূ কর।তাহক্বীক্ব : যঈফ।
দারেমী হা/৫২৬; মিশকাত হা/৩৩২; বঙ্গানুবাদ মিশকাত হা/৩০৬, ২/৫৭।