পরিচ্ছেদঃ
কিতাব সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
মিশকাতে জয়িফ হাদিস : ৩৯
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৩৯
আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আমাদের কালাম সমূহ একটি অপরটিকে রহিত (মানসূখ) করে দেয়, যেভাবে কুরআনের একটি বাণী অপরটিকে রহিত করে। তাহক্বীক্ব : হাদীছটি জাল।
দারাকুৎনী হা/১০; মিশকাত হা/১৯৬; বঙ্গানুবাদ মিশকাত হা/১৮৬, ১/১৩৬ পৃঃ। তাহক্বীক্ব মিশকাত হা/১৯৬, ১/৬৮।