পরিচ্ছেদঃ
কিতাব সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
মিশকাতে জয়িফ হাদিস : ৩৮
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৩৮
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আমার কালাম আল্লাহর কালামকে রহিত করে না; বরং আল্লাহর কালাম আমার কথাকে রহিত করে। এছাড়া আল্লাহর এক কালাম অপর কালামকে রহিত করে।তাহক্বীক্ব : হাদীছটি জাল।
দারাকুৎনী হা/৯; মিশকাত হা/১৯৫; বঙ্গানুবাদ মিশকাত হা/১৮৫, ১/১৩৬ পৃ:। যঈফুল জামে’ হা/৪২৮৫; তাহক্বীক্ব মিশকাত হা/১৯৫, ১/৬৮ পৃ: ।