পরিচ্ছেদঃ
কিতাব সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
মিশকাতে জয়িফ হাদিস : ৩৬
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৩৬
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি আল্লাহ্র কিতাব শিক্ষা করে, অতঃপর তাতে যা আছে তার অনুসরণ করে, আল্লাহ তাকে দুনিয়ার গোমরাহী হতে বাঁচাবেন এবং আখেরাতে তাকে হিসাবের কষ্ট হতে রক্ষা করবেন। অন্য বর্ণনায় আছে, যে আল্লাহর কিতাবের অনুসরণ করবে, সে দুনিয়াতে গোমরাহ হবে না এবং আখেরাতে হতভাগ্য হবে না।তাহক্বীক্ব : যঈফ।
সিলসিলা যঈফাহ হা/৪৫৩১; তাহক্বীক্ব মিশকাত।