পরিচ্ছেদঃ
তাক্বদীরে বিশ্বাস
মিশকাতে জয়িফ হাদিস : ১৯
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ১৯
আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কাফেরের জন্য কবরে ৯৯টি সাপ নির্ধারণ করা হয়। সেগুলো তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে ও দংশন করতে থাকে। যদি একটি সাপ যমীনে নিঃশ্বাস ফেলে, তাহলে যমীনে কখনো শস্য জন্মাবে না। তিরমিযীর বর্ণনায়, ৭০ টির কথা এসেছে ।তাহক্বীক্ব : যঈফ। এর সনদে দার্রাজ আবুস সামহে নামক একজন মুনকার রাবী আছে। ইমাম তিরমিযী (রহঃ) হাদিছটি যে সনদে বর্ণনা করেছেন তার মধ্যে দুইজন দুর্বল রাবী আছে।
দারেমী হা/২৮১৫; তিরমিযী হা/২৪৬০; মিশকাত হা/১৩৪; বঙ্গানুবাদ মিশকাত হা/১২৭, ১/১০০ পৃঃ।