পরিচ্ছেদঃ
তাক্বদীরে বিশ্বাস
মিশকাতে জয়িফ হাদিস : ১৮
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ১৮
উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বললেন, হে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)! আপনি বিষ মিশানো বকরীর যে গোশত খেয়েছিলেন তার কারণে প্রত্যেক বছরেই আপনাকে কষ্ট পেতে হয়। তিনি বললেন, আমার কাছে তার কোন কষ্ট পৌঁছে না; কিন্তু কেবল তা-ই পৌঁছে, যা আমার জন্য নির্ধারিত হয়েছে। অথচ আদম (আঃ) তখন মাটির মধ্যেই ছিলেন।তাহক্বীক্ব : যঈফ। আবুবকর আনসী নামক রাবী দুর্বল। তার বর্ণিত হাদীসগুলো ছহীহ হাদীসের বিরোধী।
ইবনু মাজাহ হা/১২৪; মিশকাত হা/১২৪; বঙ্গানুবাদ মিশকাত হা/১১৭, ১/৯০ পৄঃ। যঈফ ইবনে মাজাহ হা/১২৪।