পরিচ্ছেদঃ
গোসল
মিশকাতে জয়িফ হাদিস : ১০৬
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ১০৬
আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিতঃ
সালাত ছিল পঞ্চাশ ওয়াক্ত, নাপাকীর গোসল ছিল সাতবার এবং কাপড় হতে পেশাব ধোয়ার বিধান ছিল সাতবার। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহ্র দরবারে বারংবার প্রার্থনা করতে থাকেন, ফলে সালাত আদায় করা হয় পাঁচ ওয়াক্ত, নাপাকীর গোসল করা হয় একবার এবং পেশাব হতে কাপড় ধোয়ার বিধান করা হয় একবার।তাহক্বীক্ব : যঈফ।
যঈফ আবু দাউদ হা/২৪৭; ইরওয়াউল গালীল হা/১৮৬।