পরিচ্ছেদঃ
হাদিস নং ১-১০০
জুজ'উল রাফায়েল ইয়াদাইন : ১৮
জুজ'উল রাফায়েল ইয়াদাইনহাদিস নম্বর ১৮
আত্বা হতে বর্ণিতঃ
আত্বা থেকে আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আবূ হুরাইরা (রাঃ)-এর সঙ্গে সালাত আদায় করেছি, তিনি যখন (সালাত শুরুর) তাকবীর দিতেন ও রুকূ’ করতেন তখন রাফ্উল ইয়াদায়ন করতেন।হাদীসটি মাওকূফ ও এর সনদ সহীহ।