২১/১২. অধ্যায়ঃ
ঘোড়ার গোশ্ত
সুনানে ইবনে মাজাহ : ৩১৯১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৯১
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ أَكَلْنَا زَمَنَ خَيْبَرَ الْخَيْلَ وَحُمُرَ الْوَحْشِ .
জাবির বিন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
খায়বারের যুদ্ধকালে আমরা ঘোড়া ও বন্য গাধার গোশ্ত খেয়েছি। [৩১৯১]
[৩১৯১] সহীহুল বুখারী ৪২১৯, ৫৫২০, ৫৫২৪, মুসলিম ১৯৪১, তিরমিযী ১৭৯৩, নাসায়ী ৪৩২৭, ৪৩২৮, ৪৩৩৯, ৪৩৩০, ৪৩৪৩, আবূ দাউদ ৩৭৮৮, ৩৭৮৯, ৩৮০৮, আহমাদ ১৪০৪১, ১৪৪২৬, ১৪৪৭৪, ১৪৪৮৬, ১৪৭১৫, দারেমী ১৯৯৩, ইরওয়া ৮/১৩৮। তাহকীক আলবানীঃ সহীহ।