১৮/৪১. অধ্যায়ঃ
বায়আত (আনুগত্যের শপথ) গ্রহণ
সুনানে ইবনে মাজাহ : ২৮৬৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৬৮
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَتَّابٍ، - مَوْلَى هُرْمُزَ - قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فَقَالَ " فِيمَا اسْتَطَعْتُمْ " .
আনাস বিন মালিক(রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূ্লুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট শ্রবণ ও আনুগত্য করার জন্য বায়আত হলাম। তিনি বলেন, “যতদূ্র তোমাদের সাধ্যে কুলায়”। [২৮৬৮]তাহকীক আলবানীঃ সহীহ।
[২৮৬৮] আহমাদ ১১৭৯৩, ১২৩৫২, ১২৫১০, ১২৭০৩। তাহকীক আলবানীঃ সহীহ।