১৪/৮. অধ্যায়ঃ
কেউ নিজ স্ত্রীর ক্রীতদাসীর সাথে যেনা করলে
সুনানে ইবনে মাজাহ : ২৫৫২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৫২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبِّقِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رُفِعَ إِلَيْهِ رَجُلٌ وَطِئَ جَارِيَةَ امْرَأَتِهِ فَلَمْ يَحُدَّهُ .
সালামাহ ইবনুল মুহাব্বিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এক ব্যক্তিকে উপস্থিত করা হলো যে তার স্ত্রীর ক্রীতদাসীর সাথে যেনা করেছিল। তিনি তার উপর হদ্দ কার্যকর করেননি। [২৫৫২]তাহকীক আলবানীঃ দঈফ তা’লীক ইবনু মাজাহ।
[২৫৫২] আবূ দাউদ ৪৪৬০। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী হাসান (রহঃ) তিনি সালামাহ ইবনুল মুহাব্বিক থেকে হাদিস শ্রবন করেননি তবুও তার আন আন সুত্রে হাদিস বর্ণনার কারণে হাদিসটি দুর্বল। (ইবনু আবু হাতিম ১/৪৪৭)