১২/৩৯. অধ্যায়ঃ
খাদ্যশস্য ওজন করলে তাতে বরকত হওয়ার আশা করা যায়।
সুনানে ইবনে মাজাহ : ২২৩২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৩২
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " كِيلُوا طَعَامَكُمْ يُبَارَكْ لَكُمْ فِيهِ " .
আবূ আয়্যূব (খালিদ বিন যায়দ বিন কুলায়ব)(রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা তোমাদের খাদ্যশস্য ওজন করো, তার মধ্যে তোমাদেরকে বরকত দেয়া হবে। [২২৩২]
[২২৩২] আহমাদ ২২৯৯৭, বায়হাকী ফিস সুনান ৩/৩৩৬। তাহকীক আলবানীঃ সহীহ।