১২/১০. অধ্যায়ঃ
রক্তমোক্ষকের উপার্জন।
সুনানে ইবনে মাজাহ : ২১৬৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৬৪
حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ احْتَجَمَ وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ .
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রক্তমোক্ষন করান এবং রক্তমোক্ষককে তার পারিশ্রমিক দেন। [২১৬৪]
[২১৬৪] বুখারী ২১০২, ২২১০, ২২৭৭, ২২৮০, ২২৮১, ৫৬৯৬, মুসলিম ২৯৫২, ২৯৫৩, ৪০৯২, তিরমিযী ১২৭৮, আবূ দাউদ ৩৪২৪, আহমাদ ১১৫৫৫, ১২৩৪৪, ১২৪৭২, মুয়াত্তা মালেক ১৮২১, দারেমী ২৬২২, মুখতাসার শামাইল ৩০৯। তাহকীক আলবানীঃ সহীহ।