৮/১৫. অধ্যায়ঃ
ঘোড়া ও গোলামের যাকাত।
সুনানে ইবনে মাজাহ : ১৮১২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮১২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْسَ عَلَى الْمُسْلِمِ فِي عَبْدِهِ وَلَا فِي فَرَسِهِ صَدَقَةٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলমানদের উপর তাদের গোলাম ও ঘোড়ার জন্য যাকাত ধার্য হবে না। [১৮১২]
[১৮১২] সহীহুল বুখারী ১৪৬৩, ১৪৬৪, মুসলিম ৯৮২, তিরমিযী ৬২৮, নাসায়ী ২৪৬৭, ২৪৬৮, ২৪৬৯, ২৪৭০, ২৪৭১, ২৪৭২, আবূ দাউদ ১৫৯৪, ১৫৯৫, আহমাদ ৭২৫৩, ৭৩৪৯, ৭৪০৫, ৭৬৯৯, ৯০২৮, ৯০৫৯, ৯১৫৯, ৯২৯৫, ৯৭১২, ৯৭২৫, ৯৮৩০, মুয়াত্তা মালেক ৬১২, দারেমী ১৬৩২, বায়হাকী ৭/২৩৪ তাহকীক আলবানীঃ সহীহ।