পরিচ্ছেদঃ
জ্বিন ও শয়তান জগৎ
হাদিস সম্ভার : ৯১
হাদিস সম্ভারহাদিস নম্বর ৯১
আব্দুল্লাহ বিন য়্যাযীদ খাত্বমীর হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, উমার বিন খাত্তাব (রাঃ) আমাদের প্রতি লিখে পাঠালেন যে, তোমরা তোমাদের পানীয়কে পাকাতে থাকো, যে পর্যন্ত না তার মধ্য হতে শয়তানের ভাগ চলে যায়। যেহেতু তার রয়েছে দুটি, আর তোমাদের জন্য একটি (ভাগ) (নাসাঈ ৫৭১৭নং)