পরিচ্ছেদঃ
মাগরেবের ফরয নামাযের পূর্বে ও পরের সুন্নতের বিবরণ
এ বিষয়ে ইবনে উমার ও আয়েশা (রায্বিয়াল্লাহু আনহা) হতে বিশুদ্ধ হাদীস পূর্বে গত হয়েছে; যাতে আছে যে, মাগরেবের পর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ রাকআত নামায পড়তেন।
হাদিস সম্ভার : ৮৮৬
হাদিস সম্ভারহাদিস নম্বর ৮৮৬
وَعَن أَنَسٍ قَالَ لَقَدْ رَأيْتُ كِبَارَ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَبْتَدِرُونَ السَّوَارِيَ عَندَ المَغْرِبِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বড় বড় সাহাবীদেরকে দেখেছি, তাঁরা মাগরেবের সময় থামগুলির দিকে দ্রুত বেগে অগ্রসর হতেন।’ (দু’ রাকআত সুন্নত পড়ার উদ্দেশ্যে।) (বুখারী ৫০৩নং)