পরিচ্ছেদঃ
নামাযে যা নিষিদ্ধ পুরুষের চুল বাঁধা
হাদিস সম্ভার : ৮৪২
হাদিস সম্ভারহাদিস নম্বর ৮৪২
আবূ রাফে’ হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ذَلِكَ كِفْلُ الشَّيْطَانِ يَعَنى مَقْعَدَ الشَّيْطَانِ يَعَنى مَغْرِزَ ضُفُرِهِ।অর্থাৎ, তিনি চুলের ঐ বাঁধনকে শয়তান বসার জায়গা বলে মন্তব্য করেছেন। (আবূ দাঊদ ৬৪৬, তিরমিযী ৩৮৪নং)