পরিচ্ছেদঃ
সূর্য বা চন্দ্রগ্রহণের সময় নামায
হাদিস সম্ভার : ৮১২
হাদিস সম্ভারহাদিস নম্বর ৮১২
আব্দুল্লাহ বিন আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন সূর্যে গ্রহণ লাগলে মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নামায পড়তে খাড়া হলেন। তাতে তিনি সুদীর্ঘ ক্বিরাআত ক’রে প্রত্যেক রাকআতে লম্বা লম্বা দু’টি ক’রে রুকূ করলেন। এই নামাযে তিনি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, رَبِّ أَلَمْ تَعِدْنِى أَنْ لاَ تُعَذِّبَهُمْ وَأَنَا فِيهِمْ أَلَمْ تَعِدْنِى أَنْ لاَ تُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ “হে আমার প্রতিপালক! তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে, আমি ওদের মাঝে থাকা অবস্থায় তুমি ওদেরকে আযাব দেবে না? তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে, ওদের ক্ষমাপ্রার্থনা করতে থাকা অবস্থায় তুমি ওদেরকে আযাব দেবে না?” (আবূ দাঊদ ১১৯৬নং)