পরিচ্ছেদঃ
নবী-প্ৰীতি ঈমানের অঙ্গ
হাদিস সম্ভার : ৭৭
হাদিস সম্ভারহাদিস নম্বর ৭৭
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “সেই প্রভুর কসম! যার হাতে আমার জীবন আছে, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন নও, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতা-মাতা, সন্তান-সন্ততির চেয়ে অধিক প্রিয়তর না হতে পেরেছি।” (বুখারী ১৪ নং)