পরিচ্ছেদঃ
নামাযে সূরা ফাতিহার গুরুত্ব
হাদিস সম্ভার : ৬৫৪
হাদিস সম্ভারহাদিস নম্বর ৬৫৪
"لَا تَجْزِىءُ صَلَاةٌ لَا يُقْرَأُ الرَّجُلُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
এক বর্ণনায় আছে, “সেই ব্যক্তির নামায যথেষ্ট নয়, যে তাতে সূরা ফাতিহা পাঠ করে না।” (দারাকুত্বনী, ইবনে হিব্বান, ইরওয়াউল গলীল ৩০২নং)