পরিচ্ছেদঃ
ফজর ও আসরের নামাযের ফযীলত
হাদিস সম্ভার : ৬৫১
হাদিস সম্ভারহাদিস নম্বর ৬৫১
عَنْ اِبْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ الَّذِى تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ
ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যে ব্যক্তির আসরের নামায ছুটে গেল, তার যেন পরিবার ও ধন-মাল লুণ্ঠন হয়ে গেল।” (মালেক, বুখারী ৫৫২, মুসলিম ১৪৪৮, আবূ দাউদ ৪১৪, তিরমিয়ী ১৭৫, নাসাঈ ৫১২ নং প্রমুখ)