পরিচ্ছেদঃ
ফিরিশতার প্রতি ঈমান
হাদিস সম্ভার : ৬১
হাদিস সম্ভারহাদিস নম্বর ৬১
বদরী সাহাবী রিফাআহ ইবনে রাফে’ যুরাক্বী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট জিবরীল এসে বললেন, ‘বদর যুদ্ধে অংশ গ্রহণকারীদেরকে আপনাদের মাঝে কীরূপ গণ্য করেন?’ তিনি বললেন, “সর্বশ্রেষ্ঠ মুসলিমদের শ্রেণীভুক্ত গণ্য করি।” অথবা অনুরূপ কোন বাক্যই তিনি বললেন। (জিবরীল) বললেন, ‘বদর যুদ্ধে অংশগ্রহণকারী ফেরেশতাগণও অনুরূপ (সর্বশ্রেষ্ঠ ফেরেশতাগণের শ্রেণীভুক্ত)।’ (বুখারী ৩৯৯২নং)