পরিচ্ছেদঃ
প্ৰসাব-পায়খানার আদব সংক্রাত্ত
হাদিস সম্ভার : ৫৪৮
হাদিস সম্ভারহাদিস নম্বর ৫৪৮
عَن سَلْمَانَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لاَ يَسْتَنْجِى أَحَدُكُمْ بِدُونِ ثَلاَثَةِ أَحْجَارٍ
সালমান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের কেউ যেন তিনটির কম ঢেলা দ্বারা প্ৰস্ৰাব-পায়খানা পরিকার না করে।” (আহমদ ২৩৭০৮, মুসলিম ৬৩০নং, সুননে আরবাআহ)