পরিচ্ছেদঃ
দাঁতন করার মাহাত্ম্য ও প্রকৃতিগত আচরণসমূহ
হাদিস সম্ভার : ৫২১
হাদিস সম্ভারহাদিস নম্বর ৫২১
وَ عَنْ اِبْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى متفقٌ عَلَيْهِ
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমরা গোঁফ কেটে ফেল এবং দাড়ি লম্বা কর।” (বুখারী ৫৮৯৩, মুসলিম ৬২৩)