পরিচ্ছেদঃ
আল্লাহ্র দীদার
হাদিস সম্ভার : ৪১
হাদিস সম্ভারহাদিস নম্বর ৪১
উবাদাহ বিন স্বামেত হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “মরণের পূর্বে কখনই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে না।” (আহমাদ ২২৭৬৪, সহীহুল জামে’ ২৪৫৯নং)