পরিচ্ছেদঃ
মানুষের প্রশংসা ও কৃতজ্ঞতা
হাদিস সম্ভার : ৩৯৩
হাদিস সম্ভারহাদিস নম্বর ৩৯৩
عَنْ أَبيْ سَعِيدٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَنْ لَم يَشْكُرِ اَلناسَ لَمْ يَشْكُرِ اللهِ
আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যে ব্যক্তি (উপকারী) মানুষের শুকর করল না, সে আল্লাহর শুক্র করল না।” (আহমদ ১১২৮০, তিরমিযী ১৯৫৫নং)