পরিচ্ছেদঃ
ঈমান অধ্যায় তাওহীদ ও শিরক বিষয়ক হাদীসসমূহ
হাদিস সম্ভার : ২১
হাদিস সম্ভারহাদিস নম্বর ২১
ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে তাঁকে বলল, ‘আল্লাহ ও আপনার ইচ্ছা।’ তিনি বললেন, “তুমি কি আমাকে আল্লাহর শরীক (ও সমকক্ষ) করে ফেললে? বল, ‘একমাত্র আল্লাহরই ইচ্ছা।” (বুখারীর আদাব ৭৮৩, নাসাঈর কুবরা ১০৮২৫, বাইহাক্বী ৫৬০৩, ত্বাবারানী ১২৮২৯নং)