পরিচ্ছেদঃ
কুরআন পঠন-পাঠনের মাহাত্ম্য
হাদিস সম্ভার : ১৪৭২
হাদিস সম্ভারহাদিস নম্বর ১৪৭২
মুসআব বিন সা’দ বিন আবী অক্কাস হতে বর্ণিতঃ
আমি সা’দ বিন আবী অক্কাসের জন্য মুসহাফ ধারণ করতাম। একদা আমি চুলকালাম। তা দেখে সাদ বললেন, সম্ভবতঃ তুমি তোমার প্রস্রাব-দ্বার স্পর্শ করলে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তুমি ওঠো এবং ওযূ করে এসো। অতঃপর আমি উঠে ওযূ করে এলাম। (মুআত্ত্বা, বাইহাক্বী, ইরওয়াউল গালীল ১/১৬১)