পরিচ্ছেদঃ
দাফন-কার্য
হাদিস সম্ভার : ১৩৩৭
হাদিস সম্ভারহাদিস নম্বর ১৩৩৭
عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
“আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কবর চুনকাম করা, তার উপর বসা এবং তার উপর ইমারত নির্মাণ করা হতে নিষেধ করেছেন।” (মুসলিম ২২৮৯)