পরিচ্ছেদঃ
ঈমানে সন্দেহ
হাদিস সম্ভার : ১৩২
হাদিস সম্ভারহাদিস নম্বর ১৩২
ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক সাহাবী এসে অভিযোগ করলেন, ‘হে আল্লাহর রসূল! আমাদের কেউ তার মনে এমন জঘন্য কল্পনা পায়, যা মুখে উচ্চারণ করার চাইতে কয়লা হয়ে যাওয়া তার নিকট অধিক পছন্দনীয়।’ তিনি বললেন, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি তার (শয়তানের) চক্রান্তকে কুমন্ত্রণায় পরিণত ক’রে প্রতিহত করেছেন।” (আবূ দাঊদ ৫১১৪নং)